২য় জাতীয় এসএমই মেলা-২০১৩

এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আউটার পেভমেন্টে বিগত ১২-১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ পাঁচ (৫) দিনব্যাপী ‘২য় জাতীয় এসএমই মেলা-২০১৩’ আয়োজন করে।

বিগত ১২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে “২য় জাতীয় এসএমই মেলা-২০১৩” এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব দিলীপ বড়–য়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস মনোয়ারা হাকিম আলী, প্রেসিডেন্ট, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও প্রথম সহ-সভাপতি, এফবিসিসিআই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ১০০ টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশ নেন । মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য সেক্টরের পণ্য প্রদর্শিত হয়। এ মেলায় স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে পূবালী ব্যাংক লিমিটেড। মেলায় মোট ৪৮.১১ লক্ষ টাকার এসএমই পণ্য বিক্রয় হয়। এছাড়া ৭১.৬৯ লক্ষ টাকার অর্ডার পাওয়া যায়।